
ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ | 120 বার পঠিত | প্রিন্ট
ছবি:-আখাউড়ার আলো২৪.কম
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরত যাওয়া ট্রেন যাত্রীদের সেবা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্কাউট ও রোভার সদস্যরা।
শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ভ্রমনকারী যাত্রীদেরকে ট্রেনে আরোহন, মালামাল উঠানো-নামানোসহ বিভিন্ন সেবা প্রদান করে চলেছে স্কাউট সদস্যরা। বাংলাদেশ স্কাউটস আখাউড়া রেলওয়ে জেলা ও বাংলাদেশ স্কাউটস আখাউড়া উপজেলা শাখার সদস্যরা দিন ব্যাপী ঈদ যাত্রী সেবার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় গুলোতে তারা ভ্রমনকারী যাত্রীদের ট্রেনে উঠা-নামায় সহযোগিতা, যাত্রীদের সুপেয় পানি পানের ব্যবস্থা এবং ষ্টেশন চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। এসব মানবিক সেবামূলক কাজে বিভিন্ন স্কাউট গ্রুপের ৩০/৩৫ জন সদস্য অংশ নেয়।
জেলা স্কাউট সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের ছুটি শেষে আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশন হয়ে অসংখ্য ট্রেন যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে। যার ফলে ষ্টেশনে প্রচুর ভীড় হয়ে থাকে। তাই নির্দিষ্ট ট্রেন ও ট্রেনের বগি খোঁজে পাওয়া এবং নারী ও শিশুদের নিয়ে ট্রেনে উঠতে যাত্রীদের অনেকটা বিড়ম্বনায় পড়তে হয়। এই বিড়ম্বনায় যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ স্কাউটস আখাউড়া রেলওয়ে জেলা স্কাউট দিনব্যাপি ঈদ যাত্রী সেবা কার্যক্রমের উদ্যোগ নেয় । কার্যক্রমে সূর্য সৈনিক, অংকুর, দিগন্ত এবং প্রত্যাশী রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট ও রোভার এবং কর্মকর্তারা অংশ নেয়।
এতে সহযোগিতা করেন বাংলাদেশ স্কাউটস আখাউড়া উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভারের সদস্য ও কর্মকর্তাবৃন্দ । এসময় যাত্রী সেবার পাশাপাশি অনলাইন টিকেটের রেজিষ্ট্রেশন ও করে দেওয়া হয়।
মানবিক সেবা কার্যক্রমের সময়ে অন্যান্যদের মধ্যে রেলওয়ে জেলা সহ-সভাপতি ও স্টেশন সুপারিনটেনডেন্ট জনাব মো: নূর নবী, সূর্য সৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি ও আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকির (ওসি) মো জাহাঙ্গীর আলম, সহ সভাপতি আশারুল ইসলাম, রেলওয়ে জেলা স্কাউটের সম্পাদক সম্রাট খাদেম, সাবেক সম্পাদক আহসান কবির লিটন, সাবেক কমিশনার হান্নান খাদেম, আখাউড়া উপজেলা স্কাউটের সম্পাদক
মোঃ সাজ্জাদ হোসেন, অংকুর রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি শফিকুল আলম তুরান,সম্পাদক ফারজানা আক্তার, সূর্য সৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ সাকিবুল হাসান সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার ,আখাউড়া রেলওয়ে জেলা,উপজেলা বিভিন্ন গ্রুপের রোভার ও স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ৭:৩৪ অপরাহ্ণ | শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম