সোমবার ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

আখাউড়ায় পানি ছিটিয়ে কাদা মাটিতে মিশে বৃষ্টি কামনা

নিজস্ব প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ | 136 বার পঠিত | প্রিন্ট

আখাউড়ায় পানি ছিটিয়ে কাদা মাটিতে মিশে বৃষ্টি কামনা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাথার উপর পানি ছিটিয়ে, কাদা মাটিতে মিশে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেরে তুই “আল্লাহ” এই গানের সুর ধরে এমন কিছু গান গেয়ে গ্রামের শিশু, যুবক, নারী, পুরুষ বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে আখাউড়া পৌর শহরের নারায়নপুর গ্রামের লোকজন বৃষ্টির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন। এরপর শিশু-কিশোররা গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে নেচে গেয়ে, উঠোনে পানি ছিঠিয়ে চাল টাকা সংগ্রহ করেন। রাতে সেই চাল, টাকা দিয়ে তাবারক করে বাদ মাগরিব গ্রামবাসীদের মাঝে বিতরণ করা হয়।


নারায়নপুর গ্রামের বাসিন্দা মো: জিন্নত আলী (৬০) বলেন, এ বছরে আখাউড়ায় এখনো বৃষ্টি হয়না।আগের পূর্বপুরুষদের রীতি অনুযায়ী বৃষ্টির জন্য এই প্রার্থনা করা হয়।

মোহাম্মদ টিপু সুলতান,আওলাদ ও তারেক জানান,ছোটবেলা থেকেই দেখে আসছি বৃষ্টি না হলে পানি ছিটিয়ে কাদা মাখিয়ে বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলে বৃষ্টি হয় তার জন্যই এসব করা।


আখাউড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: মন্তাজ মিয়া ও সাংবাদিক অমিত হাসান অপু জানান,এ রীতি আমাদের গ্রামে বহু বছর সময় ধরে চলে আসছে।অনাবৃষ্টিতে গ্রামের শিশু,কিশোর, যুবকরা, বৃষ্টির জন্য এই আয়োজন করে থাকে।

আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো,জয়নাল আবেদীন আব্দু বলেন, দীর্ঘদিনের অনাবৃষ্টি আর তাপ প্রবাহের হাত থেকে রক্ষা পেতে, আগে বৃষ্টির জন্য নামাজ, জিকির, শিন্নি বিতরণ, ব্যাঙের বিয়ে সহ নানা আচার অনুষ্ঠান পালন করা হত। তারপর দেখা যেত বৃষ্টিও হতো। কিন্তু কালের পরিক্রমায় তা আজকে বিলুপ্তির পথে।


Facebook Comments Box

Posted ৯:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com