
রওনক ইসলাম | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ | 155 বার পঠিত | প্রিন্ট
ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পানির ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।এ অবস্থায় পানিবন্দি ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা বি,এন,পি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার(২২ আগস্ট)বিকেলে আখাউড়া প্রবাসী যুব দলের অর্থায়নে উপজেলার আব্দুল্লাহপুর,কেন্দুয়ায়, হিরাপুর,বন্যা আশ্রয়ন কেন্দ্রে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু,সদস্য সচিব ডা:খোরশেদ আলম,পৌর বিএনপির আহবায়ক মোঃ সেলিম ভূঁইয়া,সদস্য সচিব আক্তার হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক মো:জাকির হোসেন,সদস্য সচিব মহসিন ভূঁইয়াসহ উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আখাউড়া প্রবাসী যুবদলের সভাপতি মো:রাজিবুল ইসলাম জানান,আখাউড়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় কসবা আখাউড়া সংসদীয় আসনের গণমানুষের নেতা,আলহাজ কবীর আহমেদ ভূঁইয়ার নির্দেশনায় আখাউড়ায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
Posted ৭:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম