রওনক ইসলাম | শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) থেকে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্যপাড়া প্রাইমারি স্কুলের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দক্ষিণ ইউনিয়ন ৩,৪,৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাবেক সহ-সভাপতি এডভোকেট মোঃ শাহজাদা, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, অন্যদের মধ্যে আখাউড়া উপজেলা বিএনপি সহ-সভাপতি আবুল ফারুক বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন, শওকত হোসেন খান সোহাগ, শাহজাহান চৌধুরী, সাবেক কাউন্সিলর মন্তাজ মিয়া,শামীম ইকবাল, শেখ আমজাদ হোসেন বাবু, সাইফুল ইসলাম সোহেল, দেলোয়ার হোসেন, নেসার উদ্দিন ভূঁইয়া, জাহাঙ্গীর আলম রানা, তাজুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ, তিনি অসুস্থ মানে বাংলাদেশ অসুস্থ। বেগম খালেদা জিয়া স্বাধীনতা থেকে শুরু করে নারী নেতৃত্ব, দেশের মানুষ, মানচিত্র ও দেশের পতাকা সুরক্ষায় তিনি মৃত্যু পর্যন্ত লড়াই করে যাচ্ছেন। আজকে আমাদের দেশমাতা অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ওসমান হাদীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Posted ১০:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম


