রওনক ইসলাম | শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়া-৪ বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্যপাড়া প্রাইমারি স্কুলের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দক্ষিণ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাবেক সহ-সভাপতি এডভোকেট মোঃ শাহজাদা, আখাউড়া উপজেলা বিএনপি সহ-সভাপতি আবুল ফারুক বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন, শওকত হোসেন খান সোহাগ, শাহজাহান চৌধুরী, সাবেক কাউন্সিলর মন্তাজ মিয়া,শামীম ইকবাল, তাজুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ, তিনি অসুস্থ মানে বাংলাদেশ অসুস্থ। বেগম খালেদা জিয়া স্বাধীনতা থেকে শুরু করে নারী নেতৃত্ব, দেশের মানুষ, মানচিত্র ও দেশের পতাকা সুরক্ষায় তিনি মৃত্যু পর্যন্ত লড়াই করে যাচ্ছেন। আজকে আমাদের দেশমাতা অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ওসমান হাদীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Posted ৭:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম


