
| শুক্রবার, ০৭ জুন ২০১৯ | 734 বার পঠিত | প্রিন্ট
মোঃ দ্বীন ইসলাম খাঁন, ব্রাহ্মণবাড়িয়া
গতকাল (বৃহস্পতিবার ৬ জুন) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর সোনারামপুরে বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার আওতাধীন “আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট” গ্রুপের আয়োজনে অর্ধশতাধিক রোভার স্কাউট সদস্য-সদস্যাদের নিয়ে “ডে-ক্যাম্প ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে” এ তথ্য নিশ্চিত করে গ্র্যুপের সিনিয়র রোভারমেট ও যুগ্ন-অর্থ সম্পাদক তাসলিমা নাসরীন বলেন স্কাউটারদের মূল উদ্দেশ্য দেশ ও জাতীকে নিয়ে চিন্তা করা কিভাবে দেশ ও জাতীকে সামনের দিকে এগিযে নিয়ে যাওয়া যায়, পাশাপাশি নিজের জেলাকে কিভাবে সনের দিকে আগানো যায় এসব বিষয় স্কাউট সদস্যদের অবগত করা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউট গ্রুপের গ্রুপ রোভার স্কাউট লিডার ফুলনাহার বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাদ্দাম হোসনে ও মোঃ দারুল ইসলাম, ক্যাম্প পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন রোভার গ্রুপের সম্পাদক মোঃ লিমন মিয়া, কোষাধ্যক্ষ মোঃ সাদ্দাম হোসেন, সদস্য মোঃ দারুল ইসলাম, সিনিয়র রোভার মেট, মোঃ আমজাদ খান, মোঃ সবুজ মিয়া, তাসলিমা নাসরিন সহ আরও অনেকে। গ্রুপ রোভার স্কাউট লিডার ফুলনাহার বেগম বলনে, স্কাউট কে সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের কে আরও এরকম অনেক ক্যাম্প করতে হবে, সবাইকে বুঝাতে হবে স্কাউট একটি বাচ্চাকে কি ভাবে ন্যায়ের পথে রেখে সামনের দিকে চলতে সাহায্য করে ।
এছাড়াও তিনি রোভার স্কাউটারদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ও রোভার ক্যাম্প এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ জুন ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম