
| সোমবার, ২৭ আগস্ট ২০১৮ | 726 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফ খান: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। রোববার মধ্যরাতে উপজেলার পুরাতন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে এতে কেউ হতাহত হয়নি। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্য রড-সিমেন্ট, হার্ডওয়্যার, ওয়ার্কসপ ও মটর পার্টসের দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে পুরাতন বাজারে জনতা শপিং টাওয়ার সংলগ্ন একটি টিনশেড দোকান ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে। এতে অন্তত পাঁচটি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে কুটি চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিভাতে সক্ষম হলেও দোকানের মালামাল রক্ষা করতে পারেননি দোকানিরা।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ আগস্ট ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক