
| মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ | 805 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪ ডেস্ক#
ব্রাহ্মণবাড়িয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। ৫টি আসনে ২৫ বিজিবির ব্যাটালিয়ানের ১৪ প্লাটুন ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) ৬০ বিজিবির ব্যাটালিয়ানের ৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে নির্বাচনের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
২৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির ও বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।
Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক