
| রবিবার, ২৪ জুন ২০১৮ | 3009 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর উপর নির্মিত নতুন ভৈরব রেল ব্রীজ ও ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে আশুগঞ্জ রেল স্টেশনের কিছুটা দূরে ভৈরব ব্রীজের প্রথম স্পেনের কাছে এই ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায় নি।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, মেঘনা নদীর উপর নির্মিত ভৈরব রেল ব্রীজের আশুগঞ্জ অংশের প্রথম স্পেনের কাছে অজ্ঞাত যুবকটি ঢাকাগামী যেকোন একটি ট্রেনের সামনে সেলফি তুলতে যায়। এসময় অসাবধানতাবশত যুবকটি ট্রেনের ধাক্কায় পড়ে স্পেনের সাথে ঝুলে মারা যায়।
খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে যুবকটির মরদেহ উদ্ধার করে। তবে নিহতেরে নাম পরিচয় জানা যায়নি।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ জুন ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক