
| মঙ্গলবার, ০৩ জুলাই ২০১৮ | 1797 বার পঠিত | প্রিন্ট
আশিক খান : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি থেকে এক জীবিত নবজাতককে উদ্বার করা হয়েছে । পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, রবিবার বিকালে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুরে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের পূর্ব পাশের জমিতে নবজাতকের চিৎকার শুনে লোকজন এগিয়ে গেলে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় এক ছেলে নবজাতককে উদ্বার করে।
এব্যপারে ইসলামপুর পুলিশ ফাড়ির উপপরিদর্শক সুদিপ বিশ্বাস জানান, নবজাতকটিকে শেকুল মিয়া নামের এক লোক জমি থেকে উদ্বার করে তার হেফাজতে রেখেছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে শিশুটির সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে ।
Posted ২:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক