
| মঙ্গলবার, ০৩ জুলাই ২০১৮ | 1078 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফ খান: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের গুলসার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- গুলসার গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে নাজমিন আক্তার (৫) ও সদর উপজেলার চিনাইর গ্রামের সোহাগ চৌধুরীর ছেলে লামিম চৌধুরী (৭)।
কসবা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লামিম গুলসার গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। সকালে লামিম ও নাজমিন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় বাড়ির লোকজনদের অগোচরে তারা দুজনই পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
Posted ১০:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক