
| বুধবার, ২৩ মে ২০১৮ | 1349 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১৩৭ কেজি গাঁজাসহ ইমরান মিয়া (২৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার ভোরে উপজেলার মিজাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ইমরান উপজেলার বিটি দাউদপুর গ্রামের মস্তু মিয়ার ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ ইমরানকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Posted ৪:১২ অপরাহ্ণ | বুধবার, ২৩ মে ২০১৮
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম