বিশেষ প্রতিনিধি#
আগামী ৩০ আগস্ট ২০১৯ ইং তারিখ রোজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া – চান্দুরা সড়কের চান্দুরা সিঙ্গারবিল পর্যন্ত এর ২২ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন।
এতে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া -০৩ ( সদর ও বিজয়নগর) আসনের সফল সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
সড়কটি দীর্ঘদিন যাবৎ খানাখন্দে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় সড়কে যাতায়তকারী যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হচ্ছে। সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে জনসাধারণের দীর্ঘদিনের দূর্ভোগ লাগব হবে।