মঙ্গলবার ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>

আখাউড়ায় ট্রেনে ছিনতাই চক্রের ৩ নারী সদস্য গ্রেফতার

  |   বুধবার, ০৭ অক্টোবর ২০২০ | 2726 বার পঠিত | প্রিন্ট

আখাউড়ায় ট্রেনে ছিনতাই চক্রের ৩ নারী সদস্য গ্রেফতার

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হয়ে ট্রেনে ছিনতাইকারী চক্রের আন্তঃজেলা পেশাদার ছিনতাইকারী ৩নারী সদস্যকে আটক করা হয়েছে। বুধবার সকালে আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস চলন্ত ট্রেনে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে হাতেনাতে আটক করে রেলওয়ে পুলিশে দিয়েছে ট্রেন যাত্রীরা। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ দুপুরে আদালতের নির্দেশে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠায়। আটককৃতরা হল- হবিগঞ্জ সদর উপজেলার ওসাইল্লা গ্রামের আব্দুর রহিম মিয়ার স্ত্রী সাফিয়া বেগম, একই একাকার জুয়েল মিয়ার স্ত্রী রেজিয়া এবং রহমতুল্লাহর স্ত্রী সুমি আক্তার।

জানাগেছে, ট্রেনযাত্রী স্বপন তার খালাম্মাকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে ওঠেন। এসময় ৫-৭ জন নারী ভীর সৃষ্টি করে তাদেরকে ঘিরে রেখে তার খালা মুজেদা বেগমের গলার থাকা সোনার হার ছিনিয়ে নেয়। এ ঘটনায় কোচে থাকা অন্যান্য ট্রেন যাত্রীর সহযোগিতায় ওই নারী ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রটির ৩ ছিনতাইকারীকে আটকে রেখে ট্রেনে টহলরত টিজি পার্টিকে খবর দেন। পরে মহানগর প্রভাতি ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে যাত্রা বিরতি দিলে তাদেরকে আখাউড়া রেলওয়ে থানায় সোপর্দ করা হয়।আখাউড়া রেলওয়ে থানার ওসি সাকিউল আযম সাংবাদিকদের জানান, ওরা পূর্বাঞ্চল রেলপথের ট্রেনে ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে। ছিনতাইকৃত সোনার হার উদ্ধারের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।


Facebook Comments Box


Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২০

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com