
| রবিবার, ১০ মে ২০২০ | 454 বার পঠিত | প্রিন্ট
বিজয়নগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদের আগে দোকান না খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানা যায়, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও নোভেল করোনা ভাইরাসের প্রার্দুভাব দিন দিন বেড়েই চলছে। করোনা ভাইরাসের কারণে এবছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষের উপজেলার বিভিন্ন হাট বাজারের দোকান গুলো না খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আজ (১০ মে ২০২০) রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার এর সভাপতিত্বে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার, চম্পকনগর ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল হক হামদু সহ বিভিন্ন বাজারের বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীববৃন্দ।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার বাজার পরিচালনা কমিটি ও ব্যবসায়ীগনকে ধন্যবাদ জানান।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ১০ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম