
| শনিবার, ১৬ মে ২০২০ | 672 বার পঠিত | প্রিন্ট
কসবা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবার এক নারীর করোনা নমুনার ফলাফল পজেটিভ এসেছে। আজ শনিবার বিকেলে ওই নারীর ফলাফল পাওয়া যায়। এর মধ্য দিয়ে ওই উপজেলায় প্রথমবারের মতো করোনা রোগী সনাক্ত হলো।
সংশ্লিষ্টদের সূত্র দিয়ে কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারীর বাড়ি
উপজেলার পশ্চিম ইউনিয়নের কালিয়ারা গ্রামে। তবে তিনি কিভাবে আক্রান্ত হয়েছেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত ডা. সানজিদা জানান, সর্বশেষ পাওয়া ফলাফলে জেলায় আরো সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নবীনগরে তিনজন,সদর ও বিজয়নগরে একজন করেন। বাকি আরেকজনের বিষয়ে পরে নিশ্চিত করবেন বলে তিনি জানান।
Posted ১:০৮ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম