
| বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮ | 470 বার পঠিত | প্রিন্ট
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা গোপীনাথপুর ইউপির সুতারমোড়া সীমান্তের ২০২৯ পিলার এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে পাচারকারী সহ ১০জন নারী পুরুষকে আটক করেছে ২৫ বিজিপি ঘোষাইস্থল সদস্যরা।
আজ বৃহম্পতিবার ভোরে সুতারমোড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ১০জন নারী পুরুষকে আটক করে বিজিবি। একই সাথে আবু তাহের নামে এক পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা।
আটককৃতরা চট্রগ্রামের সাতকানিয়ার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি কমান্ডার নায়েক সুবেদার আকতার হোসেন।
আকটকৃতরা হলেন,শ্রী চিও দাশ (৪০),শ্রী সমুন দাশ(৫২), শ্রী সুষমিতা দাশ (১৯),গোপাল জল দাশ (৪০),শ্রী মৃদল দাশ (৫৫),শ্রী রূপালী দাশ(৪০),শ্রী কান্ত দাশ(১৮),শ্রী প্রশান্ত দাশ (২০),শ্রী কিশান্ত দাশ (১৯),শ্রী রণী গোপাল দাশ(৪৮)।
আটককৃত ব্যক্তিদেরকে আজ সকালে বিজিবি সদস্যরা কসবা থানায় সোর্পদ করেন।
বিজিবি কর্তৃক আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন ঘোষাইস্থল বিজিবির নায়েক সুধীর
Posted ১২:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক