
| মঙ্গলবার, ১২ জুন ২০১৮ | 842 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি: কসবায় গণপিটুনিতে সেলিম মিয়া (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার দিবাগত (১১ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া কসবা উপজেলার শ্যাম গ্রামের বাসিন্দা। কসবা থানার ওসি আব্দুল মালেক জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে মূলগ্রাম ইউনিয়নের চারগাছ এলাকার একটি রাস্তায় একদল ডাকাত একটি সিএনজি চালিত অটোরিক্সা থামিয়ে ডাকাতির চেষ্টা করে।
এসময় অটোরিক্সার যাত্রীদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। অবস্থা বেগতিক দেখে বেশ বাকি ডাকাতরা পালিয়ে গেলেও জনতা ওই ডাকাত দলের এক সদস্যকে ধরে ফেলে। এসময় তাকে গণপিটুনী দিলে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঐ ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি আব্দুল মালেক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Posted ৭:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ জুন ২০১৮
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম