
| শনিবার, ০৪ আগস্ট ২০১৮ | 798 বার পঠিত | প্রিন্ট
সাইফ খান: আজ শনিবার দুপুরে ব্রাক্ষণবাড়িয়ার কসবায় নির্মানাধীন ৫তলা ভবন থেকে পড়ে গিয়ে রাশেদুল (১৭) নামে শ্রমিক নিহত ও আব্দুর রহিম (২৩) নামে অপর একজন শ্রমিক গুরুত্বর আহত হয়েছে। আহত রহিমকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
নিহত যুবক চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাড়কপাড়া গ্রামের শেরপান মিয়ার ছেলে ও আহত যুবক একই গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে। নিহত রাসেদুলের চাচা নির্মান শ্রমিক মো: রনি মিয়া জানায়, কসবা পৌর এলাকার একটি ভবনের কাজ করা কালে অসাবধানতাবশত ৫তলা থেকে পড়ে গিয়ে রাশেদুল ও রহিম গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে কসবা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসারত অবস্থায় রাশেদুল মারা যায় অপর দিকে রহিমের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। উক্ত ভবনটি কসবার কয়েকজন শিক্ষক নির্মাণ করছেন বলে স্থানীয় পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন সরকার জানিয়েছেন।
Posted ১:২২ অপরাহ্ণ | শনিবার, ০৪ আগস্ট ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক