
| শুক্রবার, ২০ জুলাই ২০১৮ | 699 বার পঠিত | প্রিন্ট
বিশেষ সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। আজ শুক্রবার (২০/০৭)সন্ধ্যায় বড়িকান্দি দেওয়ান বাড়িতে এ খুনের ঘটনাটি ঘটে।
নিহত ব্যাক্তির নাম মো. মারুফ মিয়া(২২)পিতা মৃত মোর্শেদ মিয়ার। জানা যায়, ওই গ্রামের দেওয়ান বাড়ির মারুফ মিয়ার তার চাচাতো ভাই দেওয়ান জমির মিয়ার ছেলে বিপ্লব এর সাথে নেশা খাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটা কাটির এক পর্যায় বিপ্লব দাড়ালো ছুরি দিয়ে তাকে আঘাত করে।
মুমুর্ষ অবস্থায় দ্রুত তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথেমধ্যে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ আসলাম সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নেশাখোর ছোটভাই কে শাসন করায় উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটায়, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
Posted ৩:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক