
| মঙ্গলবার, ১২ মে ২০২০ | 405 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তারিকুল ইসলাম সাদ্দাম (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার রাত ৭ টার দিকে তার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত তারিকুল ইসলাম সাদ্দাম উপজেলার গোকর্ন ইউনিয়নের ব্রাহ্মণশাসন এলাকার করিম মিয়ার ছেলে। তিনি গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, ভোররাতে পরিবারের সকল সদস্যদের সাথে সেহেরি খায় সাদ্দাম। তার পর নিজ রুমে ঘুমাতে যায় সে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুম থেকে না উঠায় সন্দেহ হয় পরিবারের। তখন পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে লাশ ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম