
| রবিবার, ২১ জুলাই ২০১৯ | 1162 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি#
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকা থেকে ভারতীয় নিষিদ্ধ ৯৯ বোতল সিরাপসহ আপন তিন ভাইকে আটক করেছে র্যাব-১৪।
আজ রবিবার (২১ জুলাই) সকালে উপজেলার নোয়াবাদী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আপন তিন ভাই হলেন- ওই এলাকার মৃত মদন মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (৪৫), মো. আলাল মিয়া (৪২) ও মো. শফিক মিয়া (৩৮)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে আসামিদের আটক করা হয়। পরে তাদের বসত-ঘর তল্লাশি করে মাদকদ্রব্য গুলো উদ্ধার করা হয়।
এ সময় অভিযান পরিচালনা করেন ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ। আসামিদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলেও জানা যায়।
Posted ৯:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জুলাই ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম