
| শুক্রবার, ২০ জুলাই ২০১৮ | 560 বার পঠিত | প্রিন্ট
এবার আষাঢ়-শ্রাবণের বর্ষাতেও বৃষ্টির দেখা নেই। বর্ষার বৃষ্টিতো দূরের কথা শ্রাবণের খরায় পুড়ছে মাঠ-ঘাট। তাই একটু বৃষ্টির আশায় গাইবান্ধার প্রত্যন্ত এক গ্রামে আয়োজন করা হয় ব্যাঙের বিয়ের। পূর্ব-পুরুষের কাছে শোনা গল্প মতে গ্রামের মানুষের বিশ্বাস ব্যাঙের দিলে বৃষ্টি আসবেই।
শুক্রবার (২০ জুলাই) সকাল থেকেই উৎসবে মেতে ওঠে গাইবান্ধা সদরের দিঘীর পাড়ের কিশোর কিশোরীরা। ডোবা থেকে ব্যাঙ ধরা, সাজানো। তারপর নাচ-গাণ।
বিয়ের অনুষ্ঠান বলতে যা বুঝায়, কমতি ছিল না তার কিছুই। গ্রামবাসীর বিশ্বাস ব্যাঙের বিয়ের পর বৃষ্টির মধ্য দিয়ে খরতাপ থেকে মুক্তি মিলবে তাদের।
গেলো বছর গুলোতে বর্ষাকালে এমন চিত্র দেখেনি এই অঞ্চলের মানুষ। চৈত্রের মতো খা খা রোদ আর গরম বাতাসে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। জলবায়ু পরিবর্তনের ফলে এমন পরিস্থিতি দাবী জলবায়ু পরিষদের।
গাইবান্ধা জলবায়ু পরিষদের আহবায়ক অ্যাডভোকেট জিএসএম আলমগীর বলেন, ‘এমন তাপমাত্রা উত্তরাঞ্চলে কোনোদিন ছিল না।’
লোকাচার ও লোকসাহিত্য গবেষক মাজহার উল মান্নান বলেন, ‘বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ের কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও এটি এখন এক ধরণের আচার। অনেকের ধারণা ব্যাঙের বিয়ের মতো উৎসবের মধ্য দিয়ে সৃষ্টিকর্তার করুণার ছোঁয়া মিলবেই।’
Posted ১:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক