সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

ব্রাক্ষণবাড়িয়ায় অত্যাধুনিক আবি রিভার পার্ক এর উদ্ভোদন।

  |   শনিবার, ২৫ আগস্ট ২০১৮ | 1020 বার পঠিত | প্রিন্ট

ব্রাক্ষণবাড়িয়ায় অত্যাধুনিক আবি রিভার পার্ক এর উদ্ভোদন।

 

আল আমিন শাহীন:


ব্রাহ্মণবাড়িয়ায় আনুষ্টানিকভাবে ভাদুঘরে অত্যাধুনিক ‘আবি রিভার পার্ক’-এর উদ্বোধন করা হয়েছে।

গত শুক্রবার দুপুরে পার্কটির শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, পার্বত্য চট্রগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জেলা আওয়ামীলীগের সভাপতি বিশিস্ট লেখক ,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।এ সময়ে অন্যান্যের মধ্যে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহ সভাপতি তাজ মোঃ ইয়াসিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, সিনিয়র আওয়ামীলীগ নেতা মুসলিম মিয়া, চেম্বারের সভাপতি আলহাজ্ব আজিজুল হক, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, পৌর কাউন্সিলর আব্দুল হাই ডাবলু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সকলকে স্বাগত জানান পার্কের সতা¡ধিকারী উদ্যোক্তা মোঃ আলমগীর।


পৌর এলাকার ভাদুঘরে শিমরাইলকান্দি এলাকার তিতাস নদী ও ভাদুঘর এলাকার কুরুলিয়া খালের মোহনায় প্রায় সাঁড়ে পাঁচ একর জমির উপর নান্দনিক এই শিশু পার্ক গড়ে তোলা হয়েছে। দৃষ্টিনন্দন পার্কটির নির্ধারিত জায়গায় শিশুদের জন্য বসানো হয়েছে খেলাধুলার বেশ কয়েকটি রাইডস। উত্তর পাশে নদীর দিকে মুখ করে বানানো হয়েছে দৃষ্টিনন্দন ঘাট।

পার্কটি সবার জন্য সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।পার্কটিতে প্রবেশ মূল্য ধরা হয়েছে জনপ্রতি ১০০ টাকা। পার্কের ভেতরে বিভিন্ন রাইডের টিকিট মূল্য ধরা হয়েছে প্রতি গেইমে জনপ্রতি ৫০ থেকে ৭০ টাকা। শুক্রবার পার্কে ছিল উপচেপড়া ভীড়। এদিকে দর্শনার্থীরা জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি শিশু পার্কের সে অভাব পূরণ হয়েছে। পার্কটি চালু হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে বিনোদনের খোরাক তৈরি হয়েছে।


Facebook Comments Box

Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ আগস্ট ২০১৮

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com