
| বুধবার, ১৮ জুলাই ২০১৮ | 1284 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে রোজিনা ইসলাম (২৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের মধ্যমেড্ডা এলাকার ভাড়া বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রোজিনা দুই সন্তানের জননী ছিলেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী শফিকুল ইসলাম পলাতক রয়েছেন। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, দীর্ঘদিন ধরেই রোজিনা ও শফিকুলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। ধারণা করা হচ্ছে কলহের জেরেই রোজিনাকে শ্বাসরোধ করে হত্যা করেছে শফিকুল। তবে ঘটনার পরপরই সে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Posted ৭:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক