
| বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮ | 1551 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪ ডেস্ক#
ব্রাক্ষণবাড়িয়ার শিমরাইল কান্দি নামক এলাকায় কর্নফুলী ট্রেনের নিচে কাটা পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় এ দুর্ঘটনা ঘটে। আপন দুই বোন হচ্ছেন শিরিন আক্তার (১৬) ও পুষ্প আক্তার (১৩)। তারা ২ জনই কাউতলী হাফিজিয়া মাদ্রাসার পড়ালেখা করছে বলে জানা যায়।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশ (ওসি) শ্যামল কান্তি দাস জানায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্নফুলী ট্রেন আসার সময়, ওই দুই বোন ট্রেনের রাস্তায় একজন আরেক জনের হাত ধরে হাটছিল, এমতাবস্থায় ট্রেনের নিচে পড়ে ঘটস্থালেই মারা যায় তারা। নিহত দুই বোন জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে।
Posted ২:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক