
| শুক্রবার, ১৫ মে ২০২০ | 513 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
করোনা পরিস্থিতিতেও থেমে নেই মাদক পাচার। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ শুক্রবার সকালে ৪৪ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে করেছে র্যাব।
সকাল সাড়ে নয়টার দিকে একটি ট্রাক ও একটি মাইক্রোবাসে তল্লাশি করে গাঁজাসহ
তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার
কাজীকান্দি এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. তালেব (৫৪), মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার ভুবনগড়া এলাকার আইয়ুব আলী বেপারীর ছেলে মো. নাসির (৪০)ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেউরগাছ এলাকার ইদ্রিস মিয়ার ছেলে মো.শফিউল আলম (২২)
র্যাব সূত্র জানায়, ভৈরব ক্যাম্পের কম্পানি অধিনায়ক, অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ গোপন
সংবাদের ভিওিতে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ট্রাকে তল্লাশি করে ৩৩ কেজি গাঁজাসহ মো. তালেব ও মো. নাসিরকে আটক করা হয় এবং মাইক্রোবাসে তল্লশি করে ১১ কেজি গাঁজাসহ মো. শফিউল আলমকে আটক করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৯:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম