
| রবিবার, ১৪ জুলাই ২০১৯ | 1078 বার পঠিত | প্রিন্ট
বিজয়নগর প্রতিনিধি#
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় আরফান মিয়া (১২) নামে এক স্কুলছাত্রেরর মৃত্যু হয়েছে। সে উপজেলার আলিনগর গ্রামের জামাল মিয়ার ছেলে এবং ইসলামপুর আলহাজ কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের খাতাবাড়ি নামক স্থানে মাধবপুর যাওয়ার পথে চলন্ত টেম্পু থেকে ছিটকে পরে সিলেটগামী ট্রাকের চাপায় পরে ঘটনাস্থলে আরফান নিহত হয়। পরে স্থানীয়রা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) আ স ম আতিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বিকাল ৫টায় বৃষ্টির সময় টেম্পু থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
Posted ৪:৪৩ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম