
| রবিবার, ১৭ জুন ২০১৮ | 1033 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফ খান: সারি সারি সবুজ চা বাগানের কারণে পর্যটকদের কাছে ভীষণ প্রিয় সাতছড়ি জাতীয় উদ্যান। সবুজ বনাঞ্চল, সমতল আর উঁচু-নিচু টিলার উপর চা বাগানের সবুজ সমারোহ মুগ্ধ করে যে কাউকেই। মাঝে মধ্যে বানরসহ বেশ কিছু বন্যপ্রাণির দেখাও মিলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানটিতে। প্রতিদিন এ উদ্যানে বিভিন্নস্থান থেকে এসে ভিড় জমান পর্যটকরা। বিশেষ কোনো দিন বা উৎসবে পর্যটক বেড়ে যায় কয়েক গুণ।
আজ পবিত্র ঈদুল ফিতরের ১ম দিনেও পর্যটকদের ঢল নেমেছিল সাতছড়ি জাতীয় উদ্যানে। বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশায় চেপে অসংখ্য পর্যটক এদিন উদ্যানে আসেন ঘুরতে। এসব পর্যটকদের মধ্যে তরুণ-তরুণীদের সংখ্যায় ছিল বেশি।
উদ্যানের চা বাগানে বেশ কয়েকজন পর্যটকের সঙ্গে কথা বলে জানা যায় নাগরিক কোলাহল ছেড়ে একটু প্রশান্তির জন্যই তাদের এ আগমন। আর ঈদ যেন বাড়তি আনন্দ যোগ করেছে এসব পর্যটকদের মনে।
Posted ১২:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৭ জুন ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক