
| সোমবার, ০৬ এপ্রিল ২০২০ | 847 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু:গ্রামের প্রবেশ মুখেই দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড। নোটিশে লেখা আছে হাত ধুয়ে গ্রামে প্রবেশ করুন এবং অপরিচিতদের প্রবেশ নিষেধ।
পাশেই স্থাপন করা হয়েছে একটি বেসিন। রাখা হয়েছে জীবাণুনাশক সাবান ও পানি।
এই চিত্র ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পৌরশহরের নারায়নপুর গ্রামের। করোনা পরিস্থিতিতে সচেতনতা সৃষ্টি করতে গ্রামের যুবকরা এই উদ্যোগ নিয়েছেন।
এই উদ্যোগের সঙ্গে জড়িতদের একজন আক্তার হোসেন বলেন, গ্রামের ভেতরে আসার সময় সবাই যেন জীবাণুমুক্ত হতে পারেন সেই জন্য এই ব্যবস্থা। বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে যেন হঠাৎ কেউ গ্রামের ভেতরে গাড়ি নিয়ে ঢুকে পড়তে না পারেন।
গ্রামের প্রবেশের রাস্তা থেকে অন্তত ৩০ গজ দূরে একটি দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে একজন করে যুবক পালা করে বসে লোকজনের চলাচলের ওপর নজর রাখছেন।
উক্ত কাজটি করার ক্ষেত্রে কেউ যদি আপত্তি পোষণ করেন বা কারো সাথে দুর্ব্যবহার করেন তার প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান গ্রামের যুবকরা।
Posted ১:৫১ অপরাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম