
| সোমবার, ০৪ মে ২০২০ | 586 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪.কম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে লগ-ডাউন। সে কারনে বন্ধ হয়ে যাওয়া কর্মহীনদের কষ্ট কিছুটা দূর করতে এগিয়ে এসেছে ‘সুহ্নদ’ নামের একটি সামাজিক সংগঠন।
আজ সোমবার সকাল ১১ টায় আখাউড়া সরকারি শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে আখাউড়া পৌরশহরের ১০০ পরিবারের প্রায় ৪০০ জনকে ইফতার ও খাদ্য সামগ্রী দিয়েছে তারা।
এই ইফতার সামগ্রী প্যাকেজের মধ্যে ছিল -০১ কেজি ছোলা, ০১ কেজি মুড়ি, ০১কেজি খেসারি ডাল,০১ লিটার সয়াবিন তেল,ও ০২ কেজি আলু।
ইফতার সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
তিনি দেশের এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সামাজিক সংগঠন সুহৃদ কে ধন্যবাদ জানান।
এই সময় ইফতার সামগ্রী নিতে আসা অসহায় মানুষদের উদ্দেশ্য তিনি বলেন বর্তমানে করোনা সারাবিশ্বে আতংক ছড়িয়ে দিয়েছে। আপনারা যারা এখানে এসেছেন সবাই সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকবেন,অকারনে রাস্তায় বের হবেন না, সর্বদা মাস্ক ব্যবহার করবেন, পরিস্কার পরিচ্ছন্ন থেকে সকল কে করোনা ভাইরাস মোকাবেলা করার আহবান জানান তিনি।
এই সময় সুহৃদ এর যুগ্ন-সমন্বয়ক মোঃ শিপন উদ্দিন দেওয়ান,নির্বাহী সদস্য, রফিকুল ইসলাম রানা, আতিক খান সহ আবু কাউসার, অপু, জাবেদ, শাহীন,আল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সুহৃদ সমন্বয়ক’রা বলেন দেশের যে কোন দুর্যোগে সুহৃদ সব সময় মানুষের পাশে থাকবে ।তাছাড়া সকল দুর্যোগে জনপ্রতিনিধি সহ সকল বিত্তবানদের মানুষের পাশে থাকার আহবান জানান তারা।
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম