
| মঙ্গলবার, ১২ মে ২০২০ | 556 বার পঠিত | প্রিন্ট
কসবা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার (৬) ও সামিয়া আক্তার (১০) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১২ মে) পৌর এলাকার পানাইয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া ও সামিয়া ওই গ্রামের নরসুন্দর বাবুল মিয়ার মেয়ে । এ ঘটনায় পুরো গ্রামে চলছে শোকের মাতম । দুই মেয়েকে হারিয়ে বাব-মা দুজনই বাকরুদ্ধ হয়ে পড়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় সুমাইয়া ও তার বড় বোন সামিয়া। গোসল করার সময় হঠাৎ করে পানিতে পড়ে যায় বড় বোন সামিয়া। সামিয়া পানিতে পড়ে গেলে বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন সুমাইয়াও পানিতে পড়ে যায়। দুই বোনই পানিতে তলিয়ে যায়। পাশে থাকা অপর একটি মেয়ে গিয়ে সামিয়া ও সুমাইয়া পানিতে পরে যাওয়ার খবর জানায় তাদের মা বাবাকে। মা-বাবা ও বাড়ির লোকজন এসে তাদেরকে পানির নিচ থেকে উদ্ধার করে।
পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করে। একই পরিবারের দুই বোনের মৃত্যুতে পুরো গ্রামের শোকের ছায়া নেমে এসেছে।
Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম