
| শুক্রবার, ১৫ মে ২০২০ | 602 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি
নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার ১০ হাজার মানুষকে ঈদ উপহার হিসেবে কাপড় দিবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি।
শনিবার সকালে জেলার কসবায় বিতরণ কাজের উদ্বোধন হবে।আইনমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম শুক্রবার রাতে জানান, ঈদ
উপলক্ষে মন্ত্রী ব্যক্তিগত টাকায় শাড়ি, লুঙ্গিসহ অন্যান্য পোশাক বিতরণ করবেন।
কসবা ও আখাউড়ার ১০ হাজার মানুষ এ উপহার পাবেন। প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে এসব পোশাক ইতিমধ্যেই কেনা হয়েছে।
এদিকে করোনা পরিস্থিতিতে শুরু থেকেই নিজ এলাকার কর্মহীন ও অভাবগ্রস্থ মানুষের পাশে আছেন আইনমন্ত্রী। ইতিমধ্যেই তিনি ব্যক্তিগত টাকায়
খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
এছাড়া সরকারিভাবেও যথেষ্ট পরিমাণে
খাদ্যসহায়তা বরাদ্দ করিয়েছেন। ব্যক্তিগত অর্থায়নে তিনি সবজি বীজ দিয়েছেন কৃষকদেরকে। আইনমন্ত্রীর কাছে ফোন করলে কিংবা ম্যাসেজ পাঠালেও খাদ্যসহায়তা পাওয়া যাচ্ছে।
Posted ৩:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম