
| শুক্রবার, ১৫ মে ২০২০ | 391 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক ভিত্তিক গ্রুপ ’টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া’ এর উদ্যোগে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে শুক্রবার বিকেলে ইফতার বিতরণ করা
হয়।
পৌর এলাকার মঠের গোড়া, কোর্টরোড,সড়ক বাজার, টিএরোড, কাউতলী,পুনিয়াউট, দক্ষিণ পৈরতলা, কালীবাড়ির মোড়, ফকিরাপুল,সদর হাসপাতাল রোড,
মেড্ডা এলাকায় গিয়ে ১২০ জনের মাঝে ইফতার বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা প্রসন্ন দাস ও মডারেটর ফরহাদ খান জানান, মানবসেবার চিন্তা থেকেই এ ধরণের উদ্যোগ নেয়া হয়। সংগঠনের পক্ষে ওবায়দুল্লাহ, অনিক,অবিরাম, সায়মন ওবায়েদ শাকিল, জাবের ভূইয়া, সোমা দাস, পলি আক্তার, স্নেহা
আক্তার শিফাসহ আরো অনেক এ কাজে সহযোগিতা করেন।
Posted ৪:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম