
| শনিবার, ১৬ মে ২০২০ | 493 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ নয়টি উপজেলায় ৫৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা না মেনে দোকান খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় না রেখে ক্রয়-বিক্রয়, বিনা কারণে ঘুরাফেরার অভিযোগ ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
শুক্রবার দিনভর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই ৫৬জনের কাছ থেকে মোট এক লাখ ৩১ হাজার দুইশ টাকা জরিমানা আদায় করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে জেলার বিভিন্নস্থানে দোকানপাট খোলা রাখা হচ্ছে। বিশেষ করে পোশাক ও জুতার দোকান খোলা রাখা হচ্ছে অবাধে।
দোকান খোলা রাখা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যেন
চোর-পুলিশ খেলছেন ব্যবসায়িরা। অভিযানের সময় দোকান বন্ধ রাখলেও পরে আবার খোলা হচ্ছে। ঈদকে সামনে রেখে দোকান বন্ধ রাখতে সংশ্লিষ্টদেরকে হিমশিম খেতে হচ্ছে।
Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম