
| শনিবার, ১৬ মে ২০২০ | 652 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার জেলায় ভ্রাম্যমাণ আদালতে ২লক্ষ ৪৭হাজার টাকা জরিমানা আদায় করেছেন। জেলার ৮টি উপজেলায় এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
এসময় তাদের সাথে ছিলে বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভাইরাসের পাদুর্ভাবে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, গণজমায়েত ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, ভ্রাম্যমাণ আদালতে জেলা সদরে ২৪টি মামলায় ৮২হাজার টাকা, কসবায় ৯টি মামলায় ১৪হাজার টাকা, বিজয়নগরে ৩টি মামলায় ৮হাজার টাকা, সরাইলে ৪টি মামলায় ৫হাজার ৫শত টাকা, নাসিরনগরে ২টি মামলায় ২হাজার ৫শত টাকা, নবীনগরে ৩টি মামলায় ১১হাজার টাকা, বাঞ্ছারামপুরে ৩টি মামলায় ৬হাজার টাকা ও আশুগঞ্জে ৩৩টি মামলা ১লক্ষ ১৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে৷ মোট ৮১টি মামলায় ২লক্ষ ৪৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Posted ৫:১৬ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম