
| মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ | 1208 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ অবশেষে ক্ষতিপূরণ দিতে সম্মত হওয়ায় মুচলেকায় ছাড়া পেলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তিন ঠিকাদার। সওজ বিভাগের রাস্তা ক্ষতিগ্রস্থ করার দায়ে আটককৃত ঠিকাদার আবু নাহিদ সোহাগ,শানু খলিফা এবং হাসান খলিফা ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ দেবার শর্তেই ছাড়া পান।
আখাউড়ায়- আগরতলা আন্তর্জাতিক মহাসড়কের পাশে ড্রেজিং করে বালি রাখার পর সড়ক ধসে পড়ার ঘটনায় আওয়ামীলীগ নেতা সহ ৩ ঠিকাদার কে গ্রেফতার করেছে অত্র থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাসুদেব গ্রামের মরহুম নোয়াব মিয়ার ছেলে আবু নাহিদ সোহাগ (৩৮), আখাউড়া পৌরসভার রাধানগরের বাসিন্দা মোঃ দানিছ খলিফার পুত্র মোঃ হাসান খলিফা(৩২), জেলা সদর থানার কোড্ডা গ্রামের মরহুম সিরাজ খলিফার ছেলে মোঃ শানু খলিফা (৪৫),
এর আগে অত্র পৌরসভার তিতাস রেলব্রীজের পূর্ব পাশে আখাউড়া – আগরতলা আন্তর্জাতিক মহাসড়ক ও ঢাকা-চট্রগ্রাম- সিলেট রেল সড়কের মাঝখানে অবৈধভাবে ড্রেজিং করে বালি রাখার কারণে বালির পানির চাপে মহাসড়কের অপর পাশ ধ্বসে পড়ে যায় পাশের তিতাস নদীতে । এতে করে সড়কের এক পাশে ঝুঁকি নিয়ে বর্তমানে যানবাহন চলাচল করছে।
আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা বিষয়ের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘সরকারি সম্পদ রক্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের বাবদ ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া সাপেক্ষে তাদের মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
Posted ২:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম