
| শনিবার, ২৬ মে ২০১৮ | 1613 বার পঠিত | প্রিন্ট
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে অপহরণের শিকার দুই ছাত্রী চট্টগ্রাম ও কুমিল্লা থেকে উদ্ধার হয়েছে। গতকাল শনিবার ভোরে ও গত শুক্রবার বিকেলে নবীনগর থানা পুলিশের পৃথক অভিযানে তারা উদ্ধার হয়। এ ঘটনায় দুই অপহরণ কারিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে নবীনগর উপজেলার কাইতলা গ্রামের বাছির মিয়ার ছেলে রবিউল মিয়া ও চট্টগ্রামের পাঁচলাইশ থেকে নবীনগরের আলীয়বাদ গ্রামের ফুরকান মিয়ার ছেলে এমদাদুল হক নাদিম গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতদেরকে গতকাল শনিবার আদালতে পাঠানো হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল জানান, রসুল্লাবাদ গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীকে ১০ দিন আগে অপহরণ করে নিয়ে যায় রবিউল। অন্যদিকে মাসখানেক আগে বিটঘর গ্রামের এইচএসসি পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করে নাদিম। এসব ঘটনায় থানায় পৃথক মামলা হলে পুলিশ অভিযানে নামে তাদের আটক করে।
Posted ৯:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৬ মে ২০১৮
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম