
| মঙ্গলবার, ২৯ মে ২০১৮ | 740 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৯.০৫.২০১৮) মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে তিনশতাধিক অসহায় ও গরীব মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম. রশিদুল ইসলাম, সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি।
বক্তব্য রাখেন সাংবাদিক আল আমিন শাহিন ও মজিদ নাহার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।
পরে তিন শতাধিক অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। জানা গেছে, প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, ছোলা, সেমাই, চিনি, দুধসহ ৮ প্রকার সামগ্রী।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ মে ২০১৮
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম