
| শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ | 759 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি#
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর জয়দুরনেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বাশার মিনহাজ ও সাতমোড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা রুবিনা আক্তারকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে, আটক শিক্ষক-শিক্ষিকার মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) শাহপুর বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এলাকাবাসী ওই দুই শিক্ষককে আটক করে।
তবে বিষয়টি ষড়যন্ত্র দাবি করে ওই প্রধান শিক্ষক বলেন, একটি জরুরি কাজে ওই শিক্ষিকা আমার বাসায় এসেছিলেন। কতিপয় লোকজন জোরপূর্বক আমাদের আটক করে পুলিশে দেয়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ রনজিত রায় বলেন, এলাকাবাসী তাদের সন্দেহাতীতভাবে আটক করে। তাদের ৫৪ ধারায় হাজাতে পাঠানো হয়েছে, তদন্ত অব্যাহত আছে।
Posted ১:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম