
| শনিবার, ০৪ এপ্রিল ২০২০ | 384 বার পঠিত | প্রিন্ট
বিজয়নগর প্রতিনিধি
বিজয়নগর উপজেলার মুকুন্দপুর সেজামুড়ার মুক্তিযোদ্ধা ক্লাবের আয়োজনে এলাকার হতদরিদ্র ও অসহায় ৬০টি পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রি চাল,ডাল, আলু, তেল বিতরণ করা হয়।
ক্লাবের তরুণ সদস্যের অর্থায়নে হতদরিদ্র ও অসহায় ৬০টি পরিবারকে শুক্রবার রাতে এ সহায়তা দেয়া হয়। এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি শামীম ভূইয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তৃতা করেন খাদ্য সামগ্রী বিতরণ কমিটির আহবায়ক ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক ইউএইচও ডা. মো. রায়হান উদ্দিন ভূইয়া, সমকালের আখাউড়া প্রতিনিধি নাসির উদ্দিন, মুকুন্দপুর গ্রামের বিশিষ্ট সর্দ্দার আবদুল বাছির, আবদুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন আবদুর গফুর, ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মোমেন ভূইয়া ও দৈনিক সময়ের আলোর আখাউড়া প্রতিনিধি নাজমুল আহমেদ রনি প্রমুখ।
Posted ১২:৫৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম