শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>

জামিন পেলেন মুফতি আলাউদ্দিন জিহাদী 

  |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ | 407 বার পঠিত | প্রিন্ট

জামিন পেলেন মুফতি আলাউদ্দিন জিহাদী 

ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটুক্তির অভিযোগে গ্রেফতার মুফতি আলাউদ্দিন জিহাদীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন।


বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী জেলা আদলতের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. আনিসুর রহমান দিপু বলেন, ‘জামিন দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা আদলতের আছে৷ আসামিপক্ষের বক্তব্যে স্যাটিসফাই হয়ে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেছেন৷

গত ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির শাহ্ আহমদ শফীর মৃত্যুর পর তাকে কটূক্তি করে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য আলাউদ্দিন জিহাদীর ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। স্ট্যাটাসটি নিয়ে সমালোচনা শুরু হলে তা সরিয়ে নিয়ে আরেকটি স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করা হয়। এই স্ট্যাটাসের কারণে নারায়ণগঞ্জের দেওভোগ মাদরাসা মসজিদের খতিব হেফাজতে ইসলামের নেতা হারুনুর রশিদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ফতুল্লা থানায় একটি মামলা করেন। গত ২০ সেপ্টেম্বর এই মামলায় আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতারের পর একদিনের রিমান্ডে নেয়া হয়।


আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে রোববার দুপুরে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গণজমায়েতের ঘোষণা দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাআত৷ এদিকে শহরের ডিআইটি এলাকায় পাল্টা কর্মসূচি ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ৷ দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷

Facebook Comments Box


Posted ৯:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com