
| বুধবার, ১২ আগস্ট ২০২০ | 376 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪ ডেক্স:
নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল পৌরসভায় পুকুরের পানিতে ডুবে হুমায়রা আক্তার (৪) ও আব্দুল মাজেদ (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দুইজন সম্পর্কে চাচাতো জেঠাতো ভাই বোন।
বুধবার ১২আগষ্ট দুপুর ২:৪৫ মিনিটের দিকে চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ড সুন্দরপুর এলাকার তারাখাঁর বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, ওই বাড়ীর হাফেজ আহমদের মেয়ে হুমায়রা ও গুলজার হোসেনের ছেলে আব্দুল মাজেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে অন্য শিশুদের সাথে বাড়ীর আঙিনায় খেলাধূলা করছিল চাচাতো জেঠাতো ভাই বোন হুমায়রা ও মাজেদ। দুপুরের পর থেকে পরিবারের লোকজন তাদের ২জনকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে তাদের ঘরের পাশের পুকুর ঘাটের পানিতে দু’জনের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে পরিবারের লোকজন। স্থানীয়দের ধারণা পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে দুপুরের কোন একসময় পুকুরে পড়ে মারা যায় তারা। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম