
| বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ | 566 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো২৪ ডেস্ক:রংপুরে বক্স খাটের ভেতর মজুত রাখা টিসিবির ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে নগরীর মধ্য পার্বতীপুর এলাকায় হানিফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তেলসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে হানিফ মিয়া ও একই এলাকার আশরাফ আলীর ছেলে মো. লাল মিয়া।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল আলীম মাহমুদ বলেন বসুন্ধরা ব্র্যান্ডের টিসিবির বিপুল পরিমাণ তেল হানিফ মিয়ার বাড়িতে মজুত রাখা হয়েছে। এমন সংবাদে ডিবির এডিসি উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে হানিফের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়ন কক্ষের বক্স খাটের ভেতরে মজুত রাখা টিসিবির ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ ২৩ হাজার ৮শ’ টাকা। এ ঘটনায় জড়িত থাকায় হানিফ ও লাল মিয়াকে আটক করা হয়।
করোনাভাইরাসে বিপর্যস্ত গরিবদের কাছে টিসিবি পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করতে বলেছে সরকার। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী লাভের উদ্দেশে এসব পণ্য মজুত করছেন।
Posted ৩:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম