
| শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | 405 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪ ডেস্ক:
অনলাইন নিউজপেপার “আখাউড়ার আলো ২৪” – এ সারাদেশের উপজেলা, জেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে। আখাউড়ার আলো ২৪.কম পত্রিকার কর্তৃপক্ষ আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সারাদেশে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত অনলাইন গণমাধ্যম “মানব বার্তা” তিনবছরে পাঠক প্রিয়তা পেতে শুরু করেছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও সৃজনশীল সংবাদকর্মীরা। আখাউড়ার আলো ২৪ নিউজের বৈচিত্র্য আনতে এ নিয়োগ প্রক্রিয়া চলমান একটি কার্যক্রম।
* পদের নাম: উপজেলা/ জেলা / ক্যাম্পাস প্রতিনিধি।
* কাজের বিবরণী: প্রতিটি প্রতিনিধিগণকে নিজ অঞ্চলে ঘটে যাওয়া ঘটনা সমূহের ছবি ও নিউজ বিস্তারিত লিখে আমাদের মেইলে প্রেরণ করতে হবে এবং সম্ভব হলে ভিডিও নিউজ পাঠাতে পারবেন।
* কর্মস্থল: নিজ উপজেলা, জেলা অথবা নিজ ক্যাম্পাস।
* একটি আবেদন পত্র, ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই-মেইলে..
* ই-মেইল: akhauraralo24@gmail.com
* মোবাইল: সম্পাদক 01740847658,বার্তা সম্পাদক 01744777530,01303212842
* ই-মেইল পাঠাতে, বিষয় বস্তু অর্থাৎ Subject –এ লিখতে হবে “ উপজেলা প্রতিনিধি”/ জেলা প্রতিনিধি / ”ক্যাম্পাস প্রতিনিধি’’।
* আবেদনকারীকে স্নাতকোত্তর হতে হবে। তবে অভিজ্ঞতার ক্ষেত্রে এইচএসসি হলে চলবে।
* আবেদন করার আগে গণমাধ্যমে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
* ক্যাম্পাস প্রতিনিধির ক্ষেত্রে অভিজ্ঞতা ১ বছর হলে হবে।
* ২৮ সেপ্টেম্বর ২০২০ এর মধ্যে আবেদন পাঠাতে হবে।
Posted ১০:০২ পূর্বাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম