
| মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ | 398 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় যুবদল নেতা জাবেদ আহম্মেদ এর বাসভবনে উপজেলা যুবদলের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো:জাকির হোসেনের সভাপতিত্তে ও সদস্য সচিব মো:মহসিন ভূইয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মুসলেম উদ্দিন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃখোরশেদ আলম ভুঁইয়া, আখাউড়া পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃজাবেদ আহমেদ ভুঁইয়া,আখাউড়া উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মোঃসেলিম ভুঁইয়া, আখাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃহারুনুর রশিদ ভুঁইয়া, আখাউড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃআক্তার খাঁন।
আখাউড়া উপজেলা মৎসজীবীদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃলুৎফর চৌধুরী, আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃহুমায়ুন কবীর প্রমূখ।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম