
| বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ | 500 বার পঠিত | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট:আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মায়ের জানাজার নামাজের ছবি নিয়ে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাতে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল ভোররাতে আইনমন্ত্রীর মা জাহানারা হক ঢাকার এ্যাপেলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। ওইদিন বিকেলে মাত্র ২০/২৫ জনের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। কিন্তু একটি কুচক্রি মহল অন্য একটি জানাজার নামাজের ছবি এডিট করে আইনমন্ত্রীর মায়ের জানাজার নামাজের সাথে যুক্ত করে ফেসবুকে অপপ্রচার করে আইনমন্ত্রী ও সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এজহারে ১৩টি ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানোর কথা উল্লেখ করা হয়েছে। মামলাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Posted ৩:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম