
| বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ | 1137 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম#
আখাউড়া উপজেলার দেবগ্রামে অপহরণকারী সন্দেহে জামাল হোসেন (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় উত্তেজিত জনতা।
আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া পৌরশহরের দেবগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।আটককৃত জামাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাজীপাড়া মহল্লার মৃত জালাল মিয়ার ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানান, ঢাকার আজিমপুর এলাকার টিটু মিয়ার মেয়ে জান্নাত (১১) তার নানাবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর যাবার জন্য একাই ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়ায় আসে।
সে ঢাকার নোয়াব হাবিবুল্লা স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী। সকালে জান্নাতকে একা ঘুরাফেরা করতে দেখে জামাল তাকে নানাবাড়ি পৌঁছে দেয়ার কথা বলে। পরে তারা আখাউড়া রেললাইন ধরে হেঁটে যাবার সময় স্থানীয়দের সন্দেহ হলে জামালকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। তাকে অপহরণ করা হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।
তবে তার আত্নীয় স্বজনরা জানায় গতকাল ঢাকা আজিম পুর থেকে তাকে অপহরন করা হয়েছে।
Posted ৭:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |