
| সোমবার, ১৭ আগস্ট ২০২০ | 660 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে নির্মাণ করা পাকা দোকানপাট ও স্থাপনায় অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে।
আজ সোমবার (১৭ আগষ্ট )আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেললাইন প্রকল্প পরিচালক মো. রমজান আলীর নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
মো. রমজান আলী জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম জংশনের মাঝে ডাবল লাইন নির্মাণের কাজ চলমান রয়েছে। কিন্তু আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ের লিজকৃত জায়গা থেকে উচ্ছেদের নির্দেশনা ও ক্ষতিপূরণ নিয়েও রেলওয়ের জায়গা ছাড়ছেন না লিজ গ্রহীতারা।
তাই প্রকল্প কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আখাউড়া জংশন স্টেশন ও স্টেশনের দক্ষিণ আউটার এলাকার পাকা, সেমিপাকা দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। রেলপথ প্রকল্প বাস্তবায়নে এটি রেলওয়ের একটি নিয়মিত অভিযান। অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Posted ১২:২০ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম