
| শনিবার, ০৭ জুলাই ২০১৮ | 1344 বার পঠিত | প্রিন্ট
মোঃ সাইফুল ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় অস্বাভাবিক হাড়ে বেড়েছে ডিমের দাম।ফ্রামের মুরগীর ডিম প্রতিপিছ এখন খুচরা বাজারে বেচা হচ্ছে ৮ টাকায়। ৩০ পিচের এক কেইচ ডিমের দাম ২৩০/২৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ডিম এর দাম আরো বাড়বে বলে আশংকা করছেন ডিম ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান রোজায় ডিমের চাহিদা কম থাকে তাই রোজায় ডিমের দাম সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছিলো। জুনের ১৬ তারিখ রোজা শেষ হওয়ার পর সর্বত্রই ডিমের চাহিদা বেড়েছে তাই দামে ও বেড়েছে। আজ শনিবার আখাউড়া কলেজপাড়ার ডিম আরৎদার মোঃ সালাউদ্দিন রয়েল এর সাথে কথা বলে জানাগেছে পাইকারী ও খুচরা উভয় বাজারে প্রতি ডিমের দাম বেড়েছে ৩ টাকা করে। অর্থাৎ প্রতি হালি বেড়েছে ১২ টাকা।
মোঃ সালাউদ্দিন রয়েল আরো বলেন কিছুদিন আগেও নরসিংদি পাইকারী বাজারে ১০০পিছ ডিমের দাম ছিলো ৪৫০ টাকা তা বর্তমানে বেড়েছে ৬৮০ টাকায় খুচরা বাজারে তার প্রভাব পরেছে। ডিম এর দাম সামনে আরো বারার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
আখাউড়া সড়ক বাজারের আরেক ডিম ব্যবসায়ী মোঃ কামরুল হাসান জানান গত ১০/১৫ দিন আগেও প্রতিপিছ ডিমের দাম পাইকারী বাজারে ছিলো ৫টাকা বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকায়। প্রতিনিয়তই ডিমের দাম বেড়ে চলেছে তাই খুচরা বাজারে তার প্রভাব পড়েছে।
Posted ১২:৪৩ অপরাহ্ণ | শনিবার, ০৭ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক